ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

হাসিনা-ফেরাউন-নমরুদ এগুলো কোন ব্যক্তির নাম না, এগুলো স্বৈরাচারের নাম: জামায়াত নেতা

প্রকাশিত: ২২:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনা-ফেরাউন-নমরুদ এগুলো কোন ব্যক্তির নাম না, এগুলো স্বৈরাচারের নাম: জামায়াত নেতা

ছবিঃ সংগৃহীত

হাসিনা, ফেরাউন, নমরুদ এগুলো কোনো ব্যক্তির নাম না, এগুলো স্বৈরাচারের নাম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মাসুদ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের রুকনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সামনে কী অবস্থা হবে আমরা জানি না, বরং ঈমানদারদের জন্য যখন যে অবস্থা আছে সেটাকেই আল্লাহর নেয়ামত মেনে চলতে হবে৷ তাহলে সামনে নেয়ামত আরো বেড়ে যাবে। এটাকে আল্লাহর নেয়ামত ধরতে হবে, নাহলে এর থেকেও বড় স্বৈরাচার আল্লাহ চাপিয়ে দিতে পারেন। আমরা শুধু হাসিনার পতন ঘটাইনাই, ভবিষ্যতে কেউ যাতে স্বৈরাচার হয়ে মাথা তুলতে না পারে সেটারও পতন ঘটাইছি। 

রিফাত

×