
শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রাত। বিশ্বাস করা হয়, এ রাতে পরবর্তী বছরের ভাগ্য লিপিবদ্ধ হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত ইবাদত-বন্দেগি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, যাতে তাদের গুনাহ মাফ হয়।
পুরান ঢাকায় শবে বরাতের উৎসব
পুরান ঢাকাবাসীর কাছে শবে বরাত শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি একটি বড় উৎসবও। দুই ঈদের পর এ রাতই তাদের জন্য সবচেয়ে বড় আনন্দের দিন-রাত। এদিন ঐতিহ্যবাহী হালুয়া-রুটি খাওয়া এবং প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মধ্যে বিতরণের রীতি বহু বছর ধরে চলে আসছে।
হালুয়া-রুটি বিক্রির ধুম
লাইলাতুল বরাত উপলক্ষে পুরান ঢাকার আরমানিটোলা, চকবাজার, গেন্ডারিয়া, রায় সাহেব বাজার, লক্ষীবাজার, নারিন্দা, কলতাবাজার, প্যারিদাস রোড ও বাংলাবাজারে হালুয়া-রুটির বিক্রির ধুম পড়ে। দোকান ও রাস্তার পাশে বিক্রি হচ্ছে নানা নকশার পাউরুটি যেমন- মাছ, কুমির, হাঁসের আদলে তৈরি রুটি। সঙ্গে রয়েছে বুটের হালুয়া, গাজরের হালুয়া, সুজির হালুয়া ও সেমাই।
আতশবাজির ঐতিহ্য ও নিষেধাজ্ঞা
এক সময় শবে বরাতের রাতে পুরান ঢাকার অলিগলিতে তারাবাতি, পটকা ও আতশবাজি ফোটানো হতো। তবে গত কয়েক বছর ধরে পুলিশের নিষেধাজ্ঞার কারণে এটি অনেকাংশে কমে এসেছে। তবুও শবে বরাতের ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ঐতিহ্যবাহী উৎসবের আমেজ এখনও পুরান ঢাকায় অনুভূত হয়।
রাজু