ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

প্রবাসীদের জন্য বিমান টিকিটের দাম কীভাবে কমাচ্ছেন, জানালেন আসিফ নজরুল

প্রকাশিত: ২১:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রবাসীদের জন্য বিমান টিকিটের দাম কীভাবে কমাচ্ছেন, জানালেন আসিফ নজরুল

ছবি: সংগৃহীত।

আজ (১৪ ফেব্রুয়ারি) আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বিমানের টিকিটের উচ্চমূল্য এবং প্রবাসীদের ভোগান্তি নিয়ে কিছু নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন।

সম্প্রতি সৌদি আরব সফর শেষে দেশে ফেরার পর, ড. নজরুল প্রবাসীদের বিমানের টিকিটের উচ্চমূল্য ও ভোগান্তির বিষয়টি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে উত্থাপন করেন। এর পর পরই, ড. ইউনূসের নির্দেশনায় একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়, যাতে প্রবাসীদের সমস্যার সমাধানে কিছু পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করা হয়। পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভায় এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেয়া হয়।

এ সভার আলোকে, ১১ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দুটি সার্কুলারে বিমানের টিকিট নিয়ে ভোগান্তি রোধে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। ১৩ ফেব্রুয়ারির সার্কুলারে প্রবাসী কর্মীদের জন্য সৌদি আরবগামী যে কোনো বিমানের টিকিটের মূল্য ৩৬০ ডলার নির্ধারণ করা হয়, যা আগে ছিল—জেদ্দায় ৪৮০, মদিনায় ৪৩০ এবং রিয়াদ/দাম্মামে ৪০০ ডলার। মালেয়শিয়ার জন্য টিকিটের মূল্য ১৭৫ ডলার থেকে কমিয়ে ১৫০ ডলার করা হয়েছে।

টিকিটের উচ্চমূল্যের একটি বড় কারণ হচ্ছে টিকিট কালোবাজারী। এই কালোবাজারী রোধ করার জন্য ১১ তারিখের সার্কুলারে যাত্রীদের নাম ও পাসপোর্ট কপি ছাড়া গ্রুপ টিকিট বুকিং নিষিদ্ধ করা হয়েছে এবং বুকিং দেওয়ার ৩ দিনের মধ্যে টিকিট না কেনা হলে তা বাতিল করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, সকল এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে এবং টিকিটের মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে। টিকিট মজুত করে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে শাস্তির ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এছাড়া, ড. আসিফ নজরুল আরো জানান, সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টির বিষয়ে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে। "ইনশাল্লাহ্, এটি সম্ভব করার জন্য আমরা চেষ্টা করবো," তিনি বলেন।

সায়মা ইসলাম

×