![অলকানন্দার ছোঁয়ায় বসন্তের রঙে রুনা খান! ভক্তদের কি বার্তা দিলেন? অলকানন্দার ছোঁয়ায় বসন্তের রঙে রুনা খান! ভক্তদের কি বার্তা দিলেন?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/FB_IMG_1739544360526-1-2502141454.jpg)
ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী রুনা খান বসন্তের আগমনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছেন। ফেসবুকে পোস্ট করা ছবিতে তাকে হলুদ রঙের পোশাকে দেখা গেছে, যা বসন্তের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—
“একদা গহীন অরণ্যে ফুটিয়াছিলো অলকানন্দা, আজ বসন্ত..!”
এই বিশেষ ফটোশুটে রুনা খান পরেছেন ফ্যাশনার্স ফ্লেম এর ডিজাইন করা পোশাক, আর ছবিটি তুলেছেন তার প্রিয় ফটোগ্রাফার নূর।
রুনা খানের এই পোস্টে ভক্তরা বসন্তের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বসন্তের উচ্ছ্বাসময় এই রঙে সবার সঙ্গে তার আনন্দ ভাগ করে নেওয়ার বার্তাই যেন ফুটে উঠেছে ছবিতে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/12ECAWCJwag/
মারিয়া