ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

জুলকারনাইনের সাথে নিজের দ্ব’ন্দ্ব নিয়ে যা বললেন ইলিয়াস

প্রকাশিত: ১৯:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

জুলকারনাইনের সাথে নিজের দ্ব’ন্দ্ব নিয়ে যা বললেন ইলিয়াস

ছবি: সংগৃহীত

আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন তার একটি ফেসবুক পোস্টে বলেন, জুলকারনাইন সায়ের খান সামি ভাইয়ের সাথে কাদিন আগে আমার ব্যক্তিগত দ্ব'ন্দ্ব চ'রমে পৌঁছেছিলো৷  পিনাকী দা'র মধ্যস্থতায় দেশের স্বার্থে আমরা আবারও এক হই৷ কিন্তু সম্প্রতি তাদের দুজনের মধ্যে বাকযু'দ্ধ শুরু হয়েছে৷ আমাদের মধ্যে অনেক কিছু মিলবে না সবার আলাদা আলাদা পছন্দ থাকতে পারে সেটা যেন ব্যক্তি আ'ক্রমন পর্যন্ত না পৌঁছায় এটাই অনুরোধ থাকলো৷ ওনাদের দুজনেই মাঝেমধ্যে আমার অপছন্দের ব্যক্তিকে প্রমোট করে আবার আমিও অনেক সময় ওনাদের পছন্দের মানুষের বি'রুদ্ধে কথা বলি৷ 

তিনি আরো বলেন, যেমন পিনাকী দাদা ইকবাল করিম ভুঁইয়ার পক্ষে আবার আমি বিপক্ষে, এটা থাকবেই৷ দেশের স্বার্থে চলুন ব্যক্তিগত সমস্যা ভুলে যাই কারন আপনারা দুজনেই অনলাইনে গুরুত্বপূর্ণ ব্যক্তি৷ মতপার্থক্য থাকবেই কিন্তু ব্যক্তি স্বার্থের জন্যে কখনও দেশের বিরুদ্ধে কিছু করবেন না বলে বিশ্বাস করি৷ চলুন ছোটখাটো সমস্যা ভুলে যাই৷ আমরা ভারত আর আওয়ামিলীগের প্রশ্নে এক থাকলেই চলবে৷ আমরা যারা ইউরোপ-আমেরিকা আছি আমরা  সবাই আল্লাহর রহমতে মোটামুটি আর্থিকভাবে স্বচ্ছল আশা করি অর্থের কাছে কেউ বিক্রি হবো না, এদেশের মানুষের আমাদের কাছে অনেক প্রত্যাশা৷ ইনশাআল্লাহ্ মৃ'ত্যু পর্যন্ত তাদের বিশ্বাসের মর্যাদা যেন রাখতে পারি৷

সূত্র: https://www.facebook.com/share/p/1DtHDHYTry/

 

মুহাম্মদ ওমর ফারুক

×