ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন রংপুর থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন রংপুর থেকে গ্রেপ্তার

বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত  কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১৭ জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদ্দাম হোসেন জীবন নামের এক ছাত্রলীগ নেতা রয়েছেন। তিনি রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।

পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তার, পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

 

ফুয়াদ

×