![হাসিনার পতন সেনাবাহিনী জানতো, টের পায়নি পুলিশ হাসিনার পতন সেনাবাহিনী জানতো, টের পায়নি পুলিশ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/33-21-1-2502141302.jpg)
ছবিঃ সংগৃহীত
৫ই আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানতো হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্ত টের পায়নি পুলিশ। পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিলো পুলিশ বাহিনীকে। যার ফলে হাসিনার দেয়া পূর্বের আদেশ অনুযায়ী আন্দোলন দমাতে সর্বাত্মক চেষ্টা ছিলো তাদের। জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এ তথ্য।
জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্দোলনের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও কর্ম পরিকল্পনা নিয়ে ৪ আগস্ট জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। এই বৈঠকে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীও ছিলেন। বৈঠকের পর আন্দোলন দমাতে ঘোষণা আসে অনির্দিষ্টকালের কারফিউ জারির।
অন্যদিকে আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যায়িত করে দেশবাসীকে শক্ত হাতে দমন করার আহবান জানিয়েছিলো হাসিনা। ৪ আগস্ট সারাদিনের পরিস্থিতি পর্যবেক্ষণের পর সন্ধ্যার পর গণভবনে আরেকটি বৈঠকে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ও বাহিনী প্রধানরা। এই বৈঠকে উপস্থিত থাকা কর্মকর্তাদের তথ্যমতে, বৈঠকে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা ঢাকা রক্ষার বিষয়ে আবারও আশ্বস্ত করেন। কিন্ত ৫ই আগস্ট সকালের দৃশ্য ছিলো আলোচনার সম্পূর্ণ বিপরীত।
পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন আন্দোলনকারীদের উপর গুলি ছুড়লেও সেনাবাহিনী ও বিজিবি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেননি। সারাদেশে হাসিনা আন্দোলকারীদের উপর হত্যাযজ্ঞতে গুলি ছোড়ার ভিডিও ফুটেজ ছাড়াও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া হয়। এখন শুধু আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের অপেক্ষায় শহীদ, আহত ও মুক্তিকামী জনতার।
রিফাত