ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

আয়নাঘরে যেতে ড. ইউনুসের ছয়মাস বিলম্ব নিয়ে যা বললেন আমান আযমী

প্রকাশিত: ১৭:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘরে যেতে ড. ইউনুসের ছয়মাস বিলম্ব নিয়ে যা বললেন আমান আযমী

ছবি: সংগৃহীত

একজন সরকার প্রধানের কাছে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। আয়না ঘর দেখতে যাওয়া কখনোই তার প্রধান কাজ হতে পারে না। আ'য়'নাঘরে যেতে ড. ইউনুসের ছয়মাস বিলম্ব নিয়ে এভাবেই বলেছেন বিগ্রেডিয়ার জেনা. আমান আযমী। যিনি নিজেই দীর্ঘদিন ধরে আয়না ঘরের ভুক্তভোগী ছিলেন।

"আয়না ঘর" শব্দটি সাধারণত একটি প্রতীকী বা রূপক ধারণা হিসেবে ব্যবহৃত হয়, যা মানুষের আত্মপর্যালোচনা বা আত্মবিশ্লেষণের স্থান হিসেবে চিহ্নিত। এখানে আয়না ঘর বলতে বুঝানো হচ্ছে এমন এক স্থান বা সময় যেখানে কেউ তার নিজের অস্তিত্ব, কাজ বা সিদ্ধান্তের প্রতি নজর দেয়।

তবে বাংলাদেশের আয়না ঘর এমন কিছু নয় এই আয়না ঘর অত্যাচার এবং নির্যাতনের প্রতীক। "আয়না ঘর" শব্দটি বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এক বিশেষ প্রেক্ষাপটে ব্যবহৃত হচ্ছে। এটি মূলত এক ধরনের প্রতীক হিসেবে ব্যবহৃত, যেখানে অত্যাচার, নির্যাতন ও শোষণের প্রতিফলন দেখা যায়। 

 

 

 

মুহাম্মদ ওমর ফারুক

×