ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

আকিব মো: শাটিল

এটি কোন ইলেকট্রিক চেয়ার নয়!

প্রকাশিত: ১৬:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

এটি কোন ইলেকট্রিক চেয়ার নয়!

ছবি: সংগৃহীত

আকিব মো: শাটিল নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট তার ফেসবুক পোস্টে লিখেন, This is not an electric chair; it's a revolving or spinning chair. 

তিনি আরো লিখেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের এক নেতা, যিনি এই নির্যাতনের ভিক্টিম, আমাকে এইটা কীভাবে কাজ করে সেইটা লন্ডনে থাকতে বুঝাইছিলেন। উপরের অংশটায় মাথাটা বাঁধা হয়, হাতলে দুই হাত আর পায়াতে পা দুইটা বাঁধে। এরপর প্রচন্ড জোরে চেয়ারটা ঘুরানো হয়, নীচে যে অংশটা ঐটায় সম্ভবত একটা মোটর থাকে। 

উনি আমাকে আরও একটা কথা বলছিলেন যেইটা আমি ভেরিফাই করতে পারি নাই। সম্ভবত লুৎফুজ্জামান বাবরকে এই চেয়ারে নির্যাতনের সময় একবার মাথার বাঁধন খুলে যাওয়ায় তার গলায় আঘাত লাগে এবং এরপর থেকে দীর্ঘদিন তার গলায় সারভিকাল কলার পড়তে হইছিল।

মুহাম্মদ ওমর ফারুক

×