ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন: কাফি

প্রকাশিত: ১৬:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন: কাফি

ছবি: সংগৃহীত

আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন এমন কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন কনটেন্ট ক্রিয়টর নুরুজ্জামান কাফি। 

কিছুদিন আগে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়া হয়। আনুমানিক রাত ২ টায় তাদের বাড়ি বাইরে থেকে বন্ধ করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এটিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করছেন কাফি। 

এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করলেন তিনি যেখানে তিনি লিখেছেন, ৩ দিন হয়ে গেলো আমার বাড়ির ঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কয়লা কয়লা হয়ে পরে আছে। এখন পর্যন্তও স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না।

তিনি আরো লিখেছেন, লোকাল থানায় তদন্ত পরে আছে। অথচ আমি এই দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলেছিলাম। যার জন্য স্বৈরাচারের সহায়তকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই আমার জন্যই যদি ঘটনার ৩ দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি। তবে আগামী ৪ দিন পর যখন রাজপথ আমি দখলে নিবো তখন ঠিকই কানে পানি যাবে।

সবশেষ একপ্রকার হুশিয়ারি বার্তার মত করে তিনি লিখেছেন, আমার বাড়ি ঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর আপনাদের কিছু মনে হলো না! আপনাদের কানে পানি গেলো না! আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল টিম গঠন করা গেলো না! তবে, আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন।

তার এমন পোস্টে বিভিন্ন রকমের কমেন্ট দেখা গেছে। যার মাঝে ইতিবাচক এবং নেতিবাচক উভয়ে রয়েছে।

শিলা ইসলাম

×