
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সীমান্ত পিলার ৩৬৬/২-এস সংলগ্ন মানিকখাড়ী এলাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের মানিকখাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ওই দুই বাংলাদেশি নাগরিককে হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক
এর আগে, গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীন বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ৭২ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের টহল দল বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার যোগীপাড়া গ্রামের শ্রী বিকাশ শীল (২২) ও শ্রী পূর্ণ নাথ (২৬)।
বিএসএফ সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিদের সঙ্গে আরও তিনজন বাংলাদেশি নাগরিক ছিলেন, তবে তারা পালিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন। ঘটনা জানার পর বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যায় এবং আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করে।
থানায় সোপর্দ, আদালতে প্রেরণের প্রস্তুতি
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি সদস্যরা দুই বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেন। পরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে।
সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে বিজিবি ও বিএসএফ নিয়মিত বৈঠকের মাধ্যমে সমন্বয় করে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মো. মহিউদ্দিন