ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

টেনশনে ভারত

বাঁধ নির্মাণ করছে বিজিবি, আটকাতে পারলো না বিএসএফ!

প্রকাশিত: ০১:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বাঁধ নির্মাণ করছে বিজিবি, আটকাতে পারলো না বিএসএফ!

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা সৃষ্টি করলেও ফেনী-পরশুরাম এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণের অভিযোগ, বিএসএফ বাঁধ নির্মাণে বাধা দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হুমকি দিয়েছে।

২০২৪ সালের বর্ষা মৌসুমে ভারতের ত্রিপুরার বিলোনিয়া শহরের বাঁধ কেটে দেওয়ার কারণে পাহাড়ি ঢলের পানি ফেনীসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা প্লাবিত হয়। এতে পরশুরাম পৌর এলাকা ও আশপাশের অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়।
পানির স্রোতে ঘরবাড়ি, ফসলি জমি এবং অবকাঠামো তলিয়ে যায়। এর ফলে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে এবং অনেকেই সর্বস্বান্ত হন। এ সময় তিনটি নদীর বিভিন্ন স্থানে প্রায় ১২০টি বাঁধ ভেঙে যায়।

বন্যার পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ অংশে বাঁধ মেরামতের কাজ শুরু করে। কিন্তু শূন্যরেখার কাছে ৭০ মিটারের একটি অংশ নিয়ে সমস্যা দেখা দেয়। এর মধ্যে ৫০ গজ বিএসএফ তাদের দাবি করে এবং সেখানে বাঁধ নির্মাণে বাধা দেয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চলতি সপ্তাহে কাজ শুরুর পর বিএসএফ আবারও বাঁধার সৃষ্টি করে। এ নিয়ে নিজকালিকাপুর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বাঁধ নির্মাণে বিজিবির শক্ত অবস্থান স্থানীয় বাসিন্দাদের সাহস জোগাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা জানান, বিজিবি তাদেরকে কাজ চালিয়ে যেতে বলেছে এবং স্থানীয়রা জানান, বিজিবির এ দৃঢ় অবস্থান কাজের অগ্রগতিতে সহায়ক হয়েছে।

স্থানীয় জনগণ ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য দ্রুত বাঁধ পুনঃনির্মাণের দাবি জানিয়েছে। তারা মনে করেন, এই বাঁধ বাংলাদেশকে ভবিষ্যতের বন্যা থেকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: https://www.youtube.com/watch?v=grTeLvIWXGA

সায়মা ইসলাম

×