![ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/46e29ed8ea7c0d2b314d75030cf9989a-67ae387ae0a2a_11zon-2502131837.jpeg)
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ফোনালাপের সময় তার পাশেই ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন।
তবে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। উপ-প্রেস সচিব জানিয়েছেন, নির্ধারিত সময়ে তাদের আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে।
বিশ্বব্যাপী আলোচিত দুই ব্যক্তিত্বের সঙ্গে ড. ইউনূসের এই ফোনালাপ কী বার্তা বহন করে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনায় আসতে পারে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজু