![পুলিশ ছাড়া বাকি সব বাহিনী জানতো ৫ই আগস্ট হাসিনার পতন হচ্ছে: মোস্তফা ফিরোজ পুলিশ ছাড়া বাকি সব বাহিনী জানতো ৫ই আগস্ট হাসিনার পতন হচ্ছে: মোস্তফা ফিরোজ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/BeFunky-collage-38-1-2502131717.jpg)
ছবিঃ সংগৃহীত
সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ তার একটি ভিডিওতে বলেছেন, পুলিশ ছাড়া বাকি সব বাহিনী জানতো শেখ হাসিনার পতন হচ্ছে৷ তাই শেষ পর্যন্ত হাসিনার হয়ে পুলিশ লড়াই করেছে ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে।
তিনি আরো বলেন, ৪ আগস্ট সেভাবেই গণভবনে উচ্চপর্যায়ের দুইটা বৈঠক হয়। সেই বৈঠকে সকল বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীও এই পরিকল্পনার অংশীদার হিসেবে ছিলেন। দুই বৈঠকেই এইসব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্ত নাটকীয়ভাবে ৫ই আগস্ট সকালে সবকিছু ঘুরে যায়। সেনাবাহিনীর যে দায়িত্ব ছিলো তারা তা পালন করেনি। সবকিছুই পরিকল্পনা মতো ছিলো, কিন্ত সেনাপ্রধান সেনাকর্মকর্তাদের সাথে আরেকটি বৈঠক করেন ও তিনি বলেন, সেনাবাহিনী জনতার উপর গুলি চালাতে পারে না। তাই সকালে পরিস্থিতি ঘুরে যায় ও সেনাবাহিনী সহ তাদের অন্য বাহিনী মাঠে চুপ হয়ে যায়।
এমনকি সেনাবাহিনী সকাল থেকেই জানতো শেখ হাসিনার পতন হচ্ছে ৫ই আগস্ট। যার কারণে তারা নিজেদেরকে সরিয়ে নেয়। সেই সাথে বিজিবি প্রতি ঘণ্টায় ১০-১৫ হাজার আনদোলনকারীকে ঢাকায় ঢুকতে দেয়। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
রিফাত