![শেখ মুজিব ও হাসিনা পালায়, বীর গোলাম আযম পালায় না: আমান আযমী শেখ মুজিব ও হাসিনা পালায়, বীর গোলাম আযম পালায় না: আমান আযমী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/abdullahel-aman-azmi-030924-01-1725373595-2502131704.jpg)
ছবিঃ সংগৃহীত
জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, মুজিব পালায়; হাসিনা পালায়; কিন্তু, বীর গোলাম আযম পালায় না; মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসে (১৯৭৮ এ, ২০০৭ এ)।
উল্লেখ্য যে, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবদুল্লাহিল আমান আযমী দীর্ঘদিন আয়নাঘরে বন্দি ছিলেন। হাসিনা সরকারের পতনের পর সেখান থেকে মুক্তি পান তিনি।
রিফাত