![সেনাবাহিনী ৫ই আগস্ট সকালে জানতো হাসিনার পতন হচ্ছে: মোস্তফা ফিরোজ সেনাবাহিনী ৫ই আগস্ট সকালে জানতো হাসিনার পতন হচ্ছে: মোস্তফা ফিরোজ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/BeFunky-collage-36-2-2502131513.jpg)
ছবিঃ সংগৃহীত
সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ তার একটি ভিডিওতে বলেছেন, সেনাবাহিনী ৫ই আগস্ট সকালেই জানতো হাসিনার পতন হচ্ছে।
তিনি আরো বলেন, ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন। শেখ হাসিনা সেদিন পালিয়ে দিল্লি চলে যায়। কিন্ত তার সেদিন পতন বা পালানোর কথা ছিলো না। ৪ আগস্ট সেভাবেই গণভবনে উচ্চপর্যায়ের দুইটা বৈঠক হয়। সেই বৈঠকে সকল বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীও এই পরিকল্পনার অংশীদার হিসেবে ছিলেন।
দুই বৈঠকেই এইসব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্ত নাটকীয়ভাবে ৫ই আগস্ট সকালে সবকিছু ঘুরে যায়। সেনাবাহিনীর যে দায়িত্ব ছিলো তারা তা পালন করেনি। এমনকি সেনাবাহিনী সকাল থেকেই জানতো শেখ হাসিনার পতন হচ্ছে ৫ই আগস্ট। যার কারণে তারা নিজেদেরকে সরিয়ে নেয়। সেই সাথে বিজিবি প্রতি ঘণ্টায় ১০-১৫ হাজার আনদোলনকারীকে ঢাকায় ঢুকতে দেয়। একমাত্র পুলিশ ছাড়া বাকি সব বাহিনী জানতো শেখ হাসিনার পতন হচ্ছে৷ তাই শেষ পর্যন্ত হাসিনার হয়ে পুলিশ লড়াই করেছে ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে।
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। সবকিছুই পরিকল্পনা মতো ছিলো, কিন্ত সেনাপ্রধান সেনাকর্মকর্তাদের সাথে আরেকটি বৈঠক করেন ও তিনি বলেন, সেনাবাহিনী জনতার উপর গুলি চালাতে পারে না। তাই সকালে পরিস্থিতি ঘুরে যায় ও সেনাবাহিনী সহ তাদের অন্য বাহিনী মাঠে চুপ হয়ে যায়।
রিফাত