ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

গ্রেপ্তার এড়াতে তাবলীগ ব্যবহারকারী ডেভিলদের ধরিয়ে দিন: গাজীপুর পুলিশ কমিশনার 

নূরুল ইসলাম, টঙ্গী, গাজীপুর।

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

গ্রেপ্তার এড়াতে তাবলীগ ব্যবহারকারী ডেভিলদের ধরিয়ে দিন: গাজীপুর পুলিশ কমিশনার 

টঙ্গীর বিশ্ব ইজেমায় গাজীপুর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খানের প্রেসব্রিফিং।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান টঙ্গী ইজতেমা ময়দানে এক প্রেসব্রিফিংয়ে বলেছেন, দেশের বহু সন্ত্রাসী গ্রেপ্তার এড়াতে তাবলীগ জামাত ব্যবহার করতে পারে! দেশের নানা প্রান্ত থেকে এসে এরা ইজতেমায় ভর করছে, এসব ডেভিলদের ধরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন ইজতেমার মুরুব্বিদের কাছে। ইজতেমা ময়দানে অপরিচিত কোন লোকের সন্ধান পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করারও অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত সাদপন্হীদের বিশ্ব ইজতেমা শুরুর আগের দিন সাংবাদিকদের প্রেসব্রিফিং কালে এসব কথা বলেন, গাজীপুর পুলিশ কমিশনার। তিনি আরো বলেন, কাল শুক্রবার থেকে শুরু হওয়া সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমাও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

৫ টি সেক্টরে নিরাপত্তা ব্যবস্হা সাজানো হয়েছে। ইজতেমা ময়দানের ভেতর বাহির এবং চতুর্দিকে ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সারাদেশে ডেভিল হান্ট অপারেশন চলমান থাকায় অনেক ডেভিলও ইজতেমা ময়দানে লুকিয়ে থাকতে পারে। সেসব ডেভিল থেকে সতর্ক থাকার আহবান জানানো হয় প্রেসব্রিফিংয়ে।

পুলিশ কমিশনার আরো বলেন, আখেরী মোনাজাতের দিনও রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হবে না, গাড়ি চলতেই থাকবে। পাশাপাশি রাস্তায় কোন লোক দাড়াবে না, চলতেই থাকবে। রাস্তার আশেপাশে কোন হকারও বসবে না। টঙ্গীতে বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের প্রথম পর্বের আয়োজন শেষে সাদপন্হীদের বিশ্ব ইজতেমা আয়োজন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান আরো বলেন, সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আগের মতো সকল প্রস্তুতি অব্যাহত থাকবে। 

কড়া নিরাপত্তায় যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী আগের চাইতে আরো বেশি সজাগ ও সতর্ক থাকবে। বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলীগের কাজে নিয়োজিত প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবী পুলিশের সাথে থেকে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, আপাত দৃষ্টিতে দেখা না গেলেও ইজতেমা ময়দানে মুসল্লী বেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠের ভেতরে সাদা পোষাকে কাজ করছে। বিশ্ব ইজতেমা চলাকালে ময়দানে ক্যামেরা ড্রোন উড়াতে গেলে পুলিশ কমিশনারের অনুমতি নিতে হবে। অন্য কোন সংস্হা যেন ইজতেমা ময়দানে ড্রোন উড়াতে না পারে এবং সাবোটেজ বন্ধে ড্রোন উড়ানোয় পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশনা এখনও বলবত আছে।

জিএমপি কমিশনার বলেন, কাল থেকে শুরু হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। ডেভিল হান্ট অভিযান চলমান জানিয়ে তিনি বলেন, কোন দুষ্কৃতিকারী যদি ইজতেমায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কোনো ডেভিল যদি পান তাহলে ধরিয়ে দিবেন। সাদপন্থীদের পক্ষে শীর্ষ মুরুব্বী ডক্টর রেজাউল করিম, রেজা আরিফ, সফিকুর রহমান, হাজী মনির ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষে শীর্ষ মুরুব্বী ডক্টর রেজাউল করিম বলেন, সুন্দরভাবে ইজতেমা করতে দেওয়ায় সরকারের উপদেটা পরিষদের সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত কোনো শর্ত নিয়ে ভাবছি না। সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ঊাপে টানা ৬ দিন শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। আজ বৃহস্পতিবার বাদ আছর থেকে ইজতেমায় বয়ান শুরু হবে। কাল বাদ ফজর আনুষ্ঠানিকভাবে শুরু হবে সাদপন্থীদের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

নুসরাত

×