ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

টঙ্গীতে কাল থেকে শুরু হচ্ছে সাদপন্হীদের বিশ্ব ইজতেমা

নূরুল ইসলাম, টঙ্গী, গাজীপুর।

প্রকাশিত: ১৯:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

টঙ্গীতে কাল থেকে শুরু হচ্ছে সাদপন্হীদের বিশ্ব ইজতেমা

টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হওয়া সাদপন্হীদের বিশ্ব ইজতেমায় মুসল্লীরা আসা শুরু করেছেন।

টঙ্গীর ইজতেমা ময়দানে কাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের সাদপন্হীদের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা। রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। সাদপন্হীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে মুসল্লীদের জন্য ইজতেমা মাঠ পুরোপুরি প্রস্তুত। আয়োজকরা আশা করছেন দেশের প্রত্যন্ত অঞ্চলসহ দেশবিদেশের লাখ লাখ সাদপন্হী অনুসারী মুসল্লী তাদের বিশ্ব ইজতেমায় অংশ নেবেন।

এর আগে ৩১ জানুয়ারি থেকে দুই ধাপে টানা ৬দিন বিশ্ব ইজতেমার অনুষ্ঠান আয়োজন করে শুরায়ে নেজাম তথা জোবায়ের গ্রুপ। তাবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপের গন্ডগোলে এমন ভাগাভাগির ইজতেমার আয়োজন। ভাগাভাগির ইজতেমায় সাধারণ মুসল্লীরা দুই পক্ষের উপরই এখন ত্যাক্তবিরক্ত। টঙ্গী গাজীপুর সিটির স্হানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ সময় ধরে চলা দলাদলি মারামারি কাটাকাটি রেষারেষি হামলা সংঘর্ষের বিশ্ব ইজতেমা মিলেমিশে একসাথে একবার একপর্বে অনুষ্ঠানের। নাগরিকরা বলছেন, টঙ্গীতে যতদিন ইজতেমা অনুষ্ঠান হয়ে থাকে তত দিনের আগে পরেসহ প্রায় ১৩ দিন টঙ্গীর রাস্তাঘাটে অচলাবস্থা দেখা দেয়। থমকে যায় স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের যাওয়া আসা, কর্মজীবীদের কর্মযজ্ঞ! নানা উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করে সারাক্ষণ! 

রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হবে এ বিশ্ব ইজতেমার অনুষ্ঠান। সম্প্রতি ইজতেমা ময়দানে সাদপন্হীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় শুরায়ে নেজাম-সাদ গ্রুপের হামলা সংঘর্ষে ৪ মুসল্লী নিহত ও শতাধিক আহতের ঘটনার শংকা কাটিয়ে সাদপন্হী মুসল্লীরা বৃহস্পতিবার বিকাল থেকেই দলে দলে ইজতেমা ময়দানে আসা শুরু করবেন। আয়োজকরা আশা করছেন মুসল্লীদের ভীড়ে ইজতেমা শুরুর আগের রাতেই মাঠ পূর্ন হয়ে যাবে।

তাবলীগ জামাতের সাদপন্হীদের অন্যতম মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জনকণ্ঠকে বলেছেন, টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিনের অনুসারী (মাওলানা সাদ সাহেবের অনুসারীদের) ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ। বুধবার রাতে দিল্লি নিজামউদ্দিন থেকে মুরুব্বিদের জামাত ময়দানে এসে পৌঁছাবে। পাকিস্তান থেকে ইতিমধ্যে এক জামাত ময়দানে এসে এসে পৌঁছেছে। বিশ্বের প্রায় অর্ধেক দেশের ১০ হাজার তাবলীগ অনুসারী মুসল্লী মাওলানা সাদ সাহেবের বিশ্ব ইজতেমায় যোগ দেবেন। বৃহস্পতিবার বাদ ফজর-জোহর সাধারণ সাথীদের উদ্দেশ্যে হেদায়েত বয়ান শুরু হবে। শুক্রবার থেকে ৩দিনের ইজতেমা শুরু হলেও বৃহস্পতিবার বাদ আছর থেকেই ইজতেমার আম বয়ান শুরু হবে।

বুধবার বিকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে এক বর্গ কিলোমিটারের বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ময়দানের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে বয়ান মঞ্চ। সরকারিভাবে টয়লেট গোসলখানা ও খাবার পানির ব্যবস্হা করা হয়েছে মাঠের চারপাশে। পুরো মাঠ জুড়ে শব্দ প্রতিরোধক মাইক লাগানো হয়েছে।

মুসল্লীদের তুরাগ নদী পারাপারে ময়দানের পশ্চিম পাশে কামারপাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদীতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা পাঁচটি ভাসমান সেতু নির্মাণ করেছেন। এছাড়াও ফেরিঘাটের জেটি দিয়ে অপর একটি পন্টুন সেতু তৈরি করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ময়দানের চারপাশে পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার।

পুরো ইজতেমা ময়দানকে আগের মতো ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমায় এবারও ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করার ব্যবস্হা নেয়া হয়েছে।  এছাড়া র‍্যাবের হেলিকপ্টার আকাশপথে টহল এবং নৌপুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোট দিয়ে টহল দেবেন।

ইজতেমা ময়দানের আশপাশে বিশটি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে  বাইনোকুলার এর মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। টঙ্গী টেশিস মাঠে পুলিশের কন্ট্রোল রুম এবং মন্নু টেক্সটাইল কম্পাউন্ডে র‍্যাবের ও গাজীপুর সিটি করপোরেশনের কন্ট্রোল রুম স্হাপন করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণে মন্নু টেক্সটাইল কম্পাউন্ডে থাকছে দেশের নানা স্হান থেকে আসা নানা স্বেচ্ছাসেবী স্বাস্থ্য প্রতিষ্ঠান।

নুসরাত

×