![জাতিসংঘ শান্তিমিশনে নিষিদ্ধের পথে র্যাব, ডিবি ও ডিজিএফআই জাতিসংঘ শান্তিমিশনে নিষিদ্ধের পথে র্যাব, ডিবি ও ডিজিএফআই](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/RAB-UN-7051ad0f4cad94637d281b365c6435fb-2502131313.jpg)
ছবি: সংগৃহীত।
যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা কিংবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে জড়িত এবং যারা ২০২৪ সালের মানবাধিকার লঙ্ঘনের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে মনোনীত করা হবে না।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ঘটিত গণ-অভ্যুত্থানের পর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর)। এতে বাংলাদেশের সরকারের প্রতি বিভিন্ন সুপারিশ রাখা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও সুশীল সমাজের মতামত ভিত্তিতে একটি স্বাধীন, ব্যাপকভিত্তিক ও ন্যায্য তদন্তের মাধ্যমে পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিজিবি, আনসার ভিডিপি এবং সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতির সাথে জড়িত, তাদের পদ থেকে অপসারণের পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এছাড়াও, মানবাধিকার হাইকমিশন এক অধ্যাদেশ পাসের সুপারিশ করে জানায়, বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত করা যেতে পারে। এ সংক্রান্ত একটি অধ্যাদেশ যত তাড়াতাড়ি সম্ভব পাস করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, আইন প্রয়োগকারী সংস্থা এবং তাদের অনুমোদন সাপেক্ষে জনগণের কাছে তাদের নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হতে পারে।
নুসরাত