ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

অবশেষে কাঁঠাল গাছটি খুঁজে পেলেন তাসনিম খলিল!

প্রকাশিত: ১৮:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অবশেষে কাঁঠাল গাছটি খুঁজে পেলেন তাসনিম খলিল!

ছবিঃ সংগৃহীত

সাংবাদিক তাসনিম খলিল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে আয়নাঘর সম্পর্কে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘরে ঢুকছি, অথচ আমার মাথায় ঘুরছে আম গাছ আর কাঁঠাল গাছ। আম গাছ কি এমন নাকি কাঁঠাল গাছ ওমন? গাছ দেখলে চিনবো তো? ঘটনা হলো, আমাকে এই আয়নাঘরের পাশে একটা কাঁঠাল গাছ খুঁজে বের করতে হবে। ২০২২ সালে নেত্র নিউজে প্রকাশিত হয়েছিলো “আয়নাঘরের বন্দী” শীর্ষক প্রতিবেদনটি।

সবগুলো সেলের দেয়ালে নতুন রং করা হয়েছে, কটকটে গোলাপী। যেই করেছে সে সেলগুলোর মাঝখানের ডিভাইডার দেয়ালগুলো ভেঙ্গে ফেলেছে; এগজস্ট ফ্যানগুলো খুলে ফেলেছে; দরজাগুলো ফ্রেম থেকে খুলে ফেলেছে; করিডোরের পাশের দেয়ালটা অনেকটাই ভেঙ্গে ফেলেছে।

আমি ভাঙ্গা দেয়াল দিয়ে বাইরে তাকাই। ঠিক বাইরে কয়েকটা কাঁঠাল গাছ। আমি চিৎকার করে নেত্র নিউজের ডিরেক্টর অফ ফটোগ্রাফি জীবন আহমেদকে ডাকি, “জীবন, জীবন! এইগুলা কাঁঠাল গাছ না?” “জি ভাইয়া, এইগুলা কাঁঠাল গাছ”। আমি হাসি। জীবন হাসে। নেত্র নিউজের স্টাফ রিপোর্টার মিরাজ হাসে।

কাঁঠাল গাছগুলো ওরা মুছে ফেলেনি, আয়নাঘরের স্বাক্ষী হয়ে কাঁঠাল গাছগুলো এখনও দাঁড়িয়ে আছে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/1MRRLgKBgC/

রিফাত

×