![ফেসবুকে জাফর ইকবালের হাদিস পোস্ট, অবশেষে যা জানা গেল ফেসবুকে জাফর ইকবালের হাদিস পোস্ট, অবশেষে যা জানা গেল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/f9e24113d814bdae0d75f4e82bbd8fe0-669660f667f9e-2502131217.jpg)
ছবি: সংগৃহীত।
বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সম্পর্কে একটি ভুল তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তিনি তাঁর ফেসবুক পেজে পবিত্র হাদিস পোস্ট করেছেন।
এই পোস্টটি গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ‘ড. মুহাম্মদ জাফর ইকবাল’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়।
পোস্টে লেখা আছে, ‘একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত’। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু করবে সবচেয়ে ঘৃণ্য কাজ। তারা এত বেশি ধর্ম পালন করবে, যার কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখে মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ কিছুই বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ নিয়ে আওড়াতে থাকবে। আর এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট—হযরত মুহম্মদ (স:)
[হাদিস গ্রন্থ সহিহ মুসলিম
চতুর্থ খন্ড, পৃষ্ঠা নং: ৪০৭ ]’
(বানান অপরিবর্তিত)
এই পোস্টটি ব্যাপকভাবে শেয়ার ও মন্তব্যের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত পোস্টটি ১,৭০০ রিঅ্যাকশন পেয়েছে এবং ১৯৪ বার শেয়ার হয়েছে, সঙ্গে ২৯৮টি মন্তব্যও এসেছে। অনেকেই এই পোস্টটি ড. মুহাম্মদ জাফর ইকবালের নামে শেয়ার করায় বিভ্রান্ত হয়েছেন।
তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, ফেসবুকে ওই পেজটি আসলে ড. মুহাম্মদ জাফর ইকবাল পরিচালনা করছেন না। এটি একটি ভুয়া পেজ, যা একাধিকবার নাম পরিবর্তন করেছে। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর 'শ্রাবণ সন্ধ্যা' নাম দিয়ে পেজটি চালু করা হয় এবং ২০২৩ সালের ৯ ডিসেম্বর এটি ‘ড. মুহাম্মদ জাফর ইকবাল’ নামে পরিবর্তন করা হয়।
জানা গেছে, ২০২৩ সালের মার্চে ড. মুহাম্মদ জাফর ইকবালের মূল ফেসবুক পেজটি হ্যাক হয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে ফেসবুকে তাঁর কোনো অফিসিয়াল পেজ নেই, এবং মূল পেজটি সার্চ ফলাফলেও প্রদর্শিত হচ্ছে না।
এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, যে ফেসবুক পেজটি ‘ড. মুহাম্মদ জাফর ইকবাল’ নামে প্রচারিত হচ্ছে তা একেবারেই মিথ্যা এবং ভুয়া।
নুসরাত