![আওয়ামী লীগ ইস্যুতে মুখ খুলেছেন পিনাকী আওয়ামী লীগ ইস্যুতে মুখ খুলেছেন পিনাকী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1-6-2502131145.jpg)
সময়ের আলোচিত বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক, ব্লগার পিনাকী ভট্টাচার্য আওয়ামী লীগ ইস্যুতে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে পিনাকী এ কথা জানান।
পিনাকী তাঁর পোস্টে উল্লেখ করেন, আওয়ামী লীগের সাথে reconciliation (সম্পর্ক খারাপ হওয়ার পরে আবারো মিমাংসা করা) সম্ভব নয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি ১০ হাজার রিয়েক্ট এর সাথে ৬৫ বার শেয়ার হয়েছে।
ফুয়াদ