![আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক :মিজানুর রহমান আজহারী আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক :মিজানুর রহমান আজহারী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-13T135451152-2502130759.jpg)
ছবিঃ সংগৃহীত
ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী আজ (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস আপডেট করেছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন—
"আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।"
সামাজিক প্রতিক্রিয়া ও আলোচনা
তার এই পোস্ট মুহূর্তেই হাজারো লাইক, শেয়ার ও মন্তব্য অর্জন করে। অনেকেই এটি সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে দেখছেন।আজহারীর স্ট্যাটাসে উঠে এসেছে একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন। যেখানে জুলুম, নির্যাতন ও অবিচার থাকবে না।
তথ্য সূত্র: https://www.facebook.com/share/p/18kFoY14Uy/
জাফরান