ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা, আয়নাঘরের অভ্যন্তরে ঘটে যাওয়া এক ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাসনিম খলিল তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, মোবাশ্বের হাসান, আয়নাঘরের প্রাক্তন বন্দী এবং খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী, যখন তাসনিম তাকে ভিডিও কল করেছিলেন, তখন মোবাশ্বের হাসান তাকে মজা করে বলেন, “বস! গায়ে একটা কাপড় দেন, আপ্নেতো পিনাকী না!”
এটি প্রকাশ পাওয়ার পর, নেটিজেনরা হাস্যরসাত্মকভাবে এই মুহূর্তটি স্মরণ করছে এবং ডিজিএফআইয়ের গোপন বন্দীশালার সেই অন্ধকার অধ্যায়ের আলোচনাও আবার শুরু হয়েছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1AAd67nEb1/
মারিয়া