ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

৭১-এর বেঈমানি রাজনীতি শেষ করেছে, ২৪-এ আবার বেঈমানি হলে এই প্রজন্মও দেখবে, কাদের ইঙ্গিত করেছেন সাদিকুর

প্রকাশিত: ১২:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

৭১-এর বেঈমানি রাজনীতি শেষ করেছে, ২৪-এ আবার বেঈমানি হলে এই প্রজন্মও দেখবে, কাদের ইঙ্গিত করেছেন সাদিকুর

ছবিঃ সংগৃহীত

বিভিন্ন বিষয় নিয়ে তার ফেসবুক পোস্টে জামায়াতের সিনিয়র নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সাদিকুর রহমান খান। তিনি বলেন, ৫ আগস্টের পর জামায়াতের আমিরের বক্তব্যে প্রতীয়মান হয় যে, কোথাও একটা ঘাপলা আছে। "বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না" এমন মন্তব্যের পরও জামায়াতের আমির কখনো ক্ষমা চায়নি, যা সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

সাদিকুর রহমান তার পোস্টে এক সাক্ষাৎকারের মাধ্যমে শিবির নেতা হাফিজুর রহমানের মৃত্যু সম্পর্কেও কথা বলেছেন। তিনি জানান, হাফিজুর ভাইকে শিবির কর্মী হিসেবে ডিবি পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং চারদিন পর তার মৃতদেহ ফেরত দেয়। এমন পরিস্থিতিতে তিনি জামায়াতের আমিরকে প্রশ্ন করেন, "আপনি কি ওই পরিবারের চোখে চোখ রেখে 'ফ্যাসিস্ট বলা পছন্দ করি না' কথাটি বলতে পারবেন?"

তিনি আরও বলেন, জামায়াতের সিনিয়র নেতৃত্ব কোনোভাবেই ৭১ এবং ২৪ এর আন্দোলনের স্পিরিটের সাথে একমত হতে পারেনি। তাদের এই সিদ্ধান্ত এক প্রজন্মের কাছে জামায়াতের রাজনীতি শেষ করে দিয়েছে। তিনি উল্লেখ করেন, জামায়াতের নেতৃত্ব একদিকে নিজেদেরকে ফেরেশতা মনে করে, অন্যদিকে জনগণের প্রতি বেঈমানি করে চলেছে।

সাদিকুর রহমান খান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জামায়াতের কোনো আপত্তি আর শোনা উচিত নয়। ৭০ অনুচ্ছেদ সংস্কার এবং গণহত্যার বিধান সংযুক্তি সহ নতুন প্রজন্মের দাবিগুলি পূরণ করতে হবে।"

তিনি আরো যোগ করেন, "৫ আগস্টের পর এই দেশে জনগণের রাজনীতি করেই ক্ষমতায় যেতে হবে, কোনো সংস্থার কোলে উঠে নয়।"

তিনি বলেন, একটা সুষ্ঠু, সুন্দর ইলেকশনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হতে হবে। এই ইলেকশনের মূল ভিত্তি হবে ২৪। ২৪ এর সাথে বেঈমানি করতে চাইলে আপনাদেরকেও আওয়ামীলীগের সাথে এক ব্র্যাকেটে রাখতে আমরা দুই মিনিট চিন্তা করবো না।

তিনি বলেন, ৭১ এর বেঈমানি আপনাদের রাজনীতি এক প্রজন্মের কাছে শেষ করে দিয়েছে। ২৪ এও যদি আবার বেঈমানির পথে হাটতে চান, এই প্রজন্মের কাছেও আপনারা কী করে রাজনীতি করেন, সেইটা আমরা দেইখা নিবো।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1AAd67nEb1/

 

মারিয়া

×