![খিলগাঁও থানার ওসি ঠিক রাস্তায় আছে: ইলিয়াস খিলগাঁও থানার ওসি ঠিক রাস্তায় আছে: ইলিয়াস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1-3-2502130507.jpg)
বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে খিলগাঁও থানার ওসিকে নিয়ে মন্তব্য করেছেন।
আজ বৃহস্পতিবার (১৩ ই ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি ওসিকে নিয়ে কথা বলেন।
ইলিয়াস তাঁর পোস্টে উল্লেখ করেন,আওয়ামিলীগের পেইজে যেহেতু পোস্ট হয়েছে খিলগাঁও থানার ওসি সাহেব ঠিক রাস্তায় আছে।
তিনি তাঁর পোস্টে আরো বলেন,ওসি সাহেব সালাম নিয়েন৷
ফুয়াদ