![ভারতীয় ভিডিও চ্যানেল এখনও বাংলাদেশে চলে কিভাবে? প্রশ্ন ইলিয়াসের ভারতীয় ভিডিও চ্যানেল এখনও বাংলাদেশে চলে কিভাবে? প্রশ্ন ইলিয়াসের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-4_10-29-55-2502130434.jpg)
ছবিঃ সংগৃহীত
ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে নির্বিঘ্নে সম্প্রচারিত হলেও, বাংলাদেশি চ্যানেল ভারতে দেখা যায় না—এমন প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইলিয়াস। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, "ভারতীয় ভিডিও চ্যানেল এখনও বাংলাদেশে চলে কিভাবে? আমাদের চ্যানেলগুলো কী ওরা ওদের দেশে চলতে দেয়?"
এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ভারতীয় চ্যানেলগুলোর বাংলাদেশে সম্প্রচার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই, তবে বাংলাদেশি চ্যানেলগুলো ভারতে সম্প্রচারিত হতে নানা আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়ে বলে জানা গেছে।
সাংবাদিক ইলিয়াসের এই প্রশ্ন সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মতামত জানিয়ে এ বিষয়ে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1FzM72uxEq/
মারিয়া