ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন কাফি, সরকারকে ৭ দিনের আলটিমেটাম

প্রকাশিত: ১০:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন কাফি, সরকারকে ৭ দিনের আলটিমেটাম

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী জেলার সাংবাদিকদের উদ্দেশ্যে ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিসি অফিসের গেটে মতবিনিময় সভার ডাক দিয়েছেন কাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন।

জুলাই-আগস্ট আন্দোলন ও প্রতিক্রিয়া
কাফি জানান, তিনি দেশের পক্ষে কথা বলেছেন এবং জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নিয়েছেন। এছাড়া, সর্বশেষ ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত থাকার সূত্র ধরে তার বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষায়, "আমিসহ যারা জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নিয়েছি, আমরা দিন দিন নিরাপত্তাহীন হয়ে পড়ছি।"

সরকারকে ৭ দিনের আলটিমেটাম
তিনি আরও জানান, বর্তমান সরকারকে তিনি ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন। তার দাবি,

তার বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে
দোষীদের বিচার নিশ্চিত করতে হবে
পুড়ে যাওয়া ঘরের পুনর্নির্মাণ কাজ শুরু করতে হবে
তিনি স্পষ্ট করে বলেছেন, যদি ৭ দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হয়, তবে তিনি রাস্তায় নেমে আন্দোলনে যাবেন।

বিপ্লবী সরকারের ডাক দেওয়ার হুঁশিয়ারি
তিনি বলেন, "আমি একাই লড়বো, প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দেবো।"

আন্দোলনে উপস্থিতির আহ্বান
কাফি পটুয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাই-বোনদেরও তার সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/14ug8qPP5qz/

মারিয়া

আরো পড়ুন  

×