ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

প্রধান উপদেষ্টা বরাবর দুই উপদেষ্টাকে বরখাস্তের দাবি সায়েরের, কারা রয়েছেন?

প্রকাশিত: ০৯:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টা বরাবর দুই উপদেষ্টাকে বরখাস্তের দাবি সায়েরের, কারা রয়েছেন?

ছবিঃ সংগৃহীত

সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, প্রধান উপদেষ্টা নিয়মিত তার পোস্ট পড়েন বলে তাকে জানানো হয়েছে। তবে সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় তিনি ফেসবুকেই এ বার্তা দিয়েছেন।

কাদের বরখাস্তের দাবি?
তার পোস্টে তিনি স্পষ্টভাবে পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং মানবাধিকার সংগঠক আদিলুর রহমান খানকে সরকারের উপদেষ্টা পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানান। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে স্থিতিশীল ও নির্বাচনমুখী করতে হলে এ সিদ্ধান্ত নেওয়া জরুরি।

এছাড়া, তিনি সরকারকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা পদে চৌকস, দক্ষ এবং সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সরকারের প্রতি সতর্কবার্তা
জুলকারনাইন সায়ের সতর্ক করে বলেন, "দ্রুততার সাথে এই পরিবর্তন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব গভীর হুমকির সম্মুখীন হতে পারে।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1D6jRQroPt/

মারিয়া

আরো পড়ুন  

×