ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

আমাদের আয়নাঘর এতোটা আলিশান ছিলো না

প্রকাশিত: ০৯:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের আয়নাঘর এতোটা আলিশান ছিলো না

ছবিঃ সংগৃহীত।

গতকাল একের পর এক অসংখ্য আয়না ঘর উন্মোচন করা হয়েছে। তবে ভুক্তভোগী অনেকেই মনে করছেন এটা আসল আয়না ঘর নয়। তারা যে আয়না ঘরে ছিল সেটা আরও ভয়ঙ্কর এবং বীভৎস। যার পরিধি খুবই ছোট ছিল। তেমনি একজন ভুক্তভোগীর নাম আফজাল বিন আকরাম হোসেন। যিনি তোর ফেসবুক পোস্টে লেখেন আমাদের দেখা আয়না ঘর এতটাও আলিশান ছিল না। মেহেদী হাসান মুরাদ নামেও এক ভুক্তভোগী ফেসবুক পোস্টে বলেছেন তাদের আয়না ঘর এমন ছিল না।

আফজাল বিন আকরাম হোসেন লিখেন, সরি,আমাদের দেখা আয়নাঘর এতোটাও আলিশান নয়। আমরা সেখানে মাথা বাথরুমে দিয়ে কোনমতে একটা মাত্র নোংরা কম্বল দিয়ে শোয়ে থাকতাম। মাথা নিচে দিলে পা বাথরুমের কমোডে চলে যেতো..

মুহাম্মদ ওমর ফারুক

আরো পড়ুন  

×