![জুলাই হত্যাকাণ্ডে ৯৫ জনের তালিকা জাতিসংঘে দিয়েছে বাংলাদেশ পুলিশ, কারা রয়েছে তালিকায়? জুলাই হত্যাকাণ্ডে ৯৫ জনের তালিকা জাতিসংঘে দিয়েছে বাংলাদেশ পুলিশ, কারা রয়েছে তালিকায়?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-4_9-9-35-2502130312.jpg)
ছবিঃ সংগৃহীত
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে অনুষ্ঠিত ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের সময় সহিংসতার ঘটনায় বাংলাদেশ পুলিশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (OHCHR)-এ ৯৫ জনের একটি তালিকা সরবরাহ করেছে। জাতিসংঘের প্রকাশিত সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তালিকায় কারা রয়েছেন?
বাংলাদেশ পুলিশের দেওয়া তালিকায় রয়েছেন—
১০ জন তৎকালীন সংসদ সদস্য
১৪ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা
১৬ জন যুবলীগ নেতা
১৬ জন ছাত্রলীগ নেতা
৭ জন পুলিশ সদস্য
প্রতিবেদনে বলা হয়েছে, এদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর সহিংস আক্রমণ চালানো এবং সাধারণ নাগরিকদের মাঝে অস্ত্র বিতরণের অভিযোগ রয়েছে। এছাড়া, পুলিশের দেওয়া তথ্যানুসারে, ১৬০ জন আওয়ামী লীগ-সম্পর্কিত রাজনৈতিক নেতা এবং নিরাপত্তা সংস্থার কর্মকর্তার বিরুদ্ধেও সহিংসতার উসকানির অভিযোগ রয়েছে।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
OHCHR-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালানো হয়, যার ফলে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন, যাদের মধ্যে ১২-১৩ শতাংশ শিশু ছিল। অধিকাংশ নিহত বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া, প্রায় ১১,৭০০ জনকে আটক করা হয়েছে, এবং অনেক বিক্ষোভকারীকে গুলিবিদ্ধ করা হয়েছে বা তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জাতিসংঘের সুপারিশ ও প্রতিক্রিয়া
জাতিসংঘ এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। OHCHR নিরাপত্তা ও বিচার ব্যবস্থার সংস্কার, সাক্ষী সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস, এই প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়ে আইনের শাসন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বিচার বিভাগ, পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
OHCHR-এর প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও কূটনীতিকরা এ বিষয়ে বস্তুনিষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1HFywuQXSo/
মারিয়া