![কিভাবে পারে এত পাষণ্ড হতে, হাসিনাকে বললেন আসিফ নজরুল কিভাবে পারে এত পাষণ্ড হতে, হাসিনাকে বললেন আসিফ নজরুল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/23-2502121851.jpg)
ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।
তিনি ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন ছাত্র জনতাকে হত্যা করে লাশ গুম করার জন্য।
আসিফ নজরুল লিখেন, জাতিসংঘের সর্বোচ্চ মানবাধিকার কর্মকর্তার কার্যালয়ের লিখিত প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "কীভাবে কেউ এতটা পাষণ্ড হতে পারে!"
এম.কে.