ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট

সারাদেশে গ্রেপ্তার আরও ৫৯১, অন্য অভিযোগে আটক ১১৯৫

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সারাদেশে গ্রেপ্তার আরও ৫৯১, অন্য অভিযোগে আটক ১১৯৫

সারাদেশে ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’

সারাদেশে ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য অপরাধে আরও ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।
এতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৯১ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেপ্তার ১ হাজার ৯৫ জন।
এছাড়া, অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি চায়নিজ রাইফেল (পুলিশের কাছ থেকে লুটকৃত অস্ত্র), দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ৬টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, লোহার দুটি পাইপ, একটি কাটার এবং তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ আরও ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাভার ও মানিকগঞ্জে ১৩ জন করে ২৬ জন, খুলনায় ১৭ জন, নোয়াখালীতে ২১, চট্টগ্রামে ৫৬, চুয়াডাঙ্গায় ৭, ঝিনাইদহে ৪, নারায়ণগঞ্জে (রূপগঞ্জ) ৩ জন, নীলফামারী, কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন করে ৬ জন এবং রাজশাহী, বরিশাল, রাঙামাটি, মাদারীপুর (কালকিনি), টাঙ্গাইল (মির্জাপুর) ও ময়মনসিংহে (হালুয়াঘাট) ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।  
অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যা ও আগের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ অভিযুক্তদের আটক করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
সাভারে ॥ বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। 
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, দেশকে অস্থিতিশীল করার অভিযোগে সাভারের মুক্তির মোড় এলাকা থেকে দুইজন, কাউন্দিয়া এলাকা থেকে একজন, ডগরমোড়া এলাকা থেকে একজনসহ, দিলকুসাবাগ,  যাদুরচর চৌরাস্তা, আমিনবাজার, বলিয়ারপুর বাসস্ট্যান্ড, হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জ ॥ ডেভিল হান্ট অভিযানে অস্থিতিশীলতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও দিনে সাত উপজেলার বিভিন্ন এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করেন জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জানান, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার  রাতে রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম।
নোয়াখালী ॥ অপারেশন ডেভিল হান্টের আওতায় নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শীর্ষ সন্ত্রাসী সফি বাতান্যাসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম বিষয়টি গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নোয়াখালীতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদরে পাঁচজন, কোম্পানীগঞ্জে একজন, হাতিয়ায় আটজন, বেগমগঞ্জে দুজন, চাটখিলে তিনজন ও চরজব্বরে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
চরজব্বর থানার ওসি মো. শাহীন মিয়া জানান, অভিযান চালিয়ে চরজিয়া উদ্দিন থেকে কুখ্যাত সন্ত্রাসী আবুল কালাম সফি প্রকাশ সফি বাতান্যাকে (৬০) তার চতুর্থ স্ত্রী হাসিনা বেগমসহ (৫০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা ও একটি ছুরি জব্দ করা হয়। সফির বিরুদ্ধে হত্যা, চুরি, বনবিভাগের জমি দখলসহ ছয়টি মামলা চলমান।
চট্টগ্রাম ॥ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে পুলিশের একটি টিম তাকে ঢাকায় গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসে। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মো. মোস্তফার আদালতে তোলা হয় সাবেক সিএমপির এ কমিশনারকে। আদালতে তার সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। শুনানি শেষে বিচারক তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। 
এদিকে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক দম্পতিকে প্রায় এক মাস পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। নগরীর দামপাড়া এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন হলেনÑ হাফিজুল ইসলাম (২২) ও সমেলা বেগম (২০)। বুধবার সকালে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ছাড়া, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। অপরদিকে চান্দগাঁও থানা সূত্র জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
নগরীর পাঁচলাইশ থানার ইয়াকুব ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ ২৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানে একটি ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
বাঁশখালী, চট্টগ্রাম ॥ সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে বাহারচডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে তাদের নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের সময় নাশকতা চালানোর দায়ে বাঁশখালী থানায় রুজুকৃত মামলার নিয়মিত পলাতক আসামি ছিলেন বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাহারচডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্র. ইউনুস মুন্সি (৪৮), পুইছডি ইউনিয়ন যুবলীগ ওয়ার্ড সভাপতি ফরহাদুল আলম (৩৩) ও কালিপুর ইউপির যুবলীগকর্মী মো. হেলাল (৩২)। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা ও নাশকতার ঘটনায় প্রত্যক্ষ মদদদাতা বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম।
রাঙামাটি ॥ অপারেশন ডেভিল হান্টের আওতায় নিষিদ্ধ ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক সাইদুজ্জামান পাপ্পুকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটি শহরের বনরূপায় বাসা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি শাহেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
রাজশাহী ॥ সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে নিয়ে যায়। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। তবে কেন, কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি।
তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। 
নীলফামারী ॥ অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা লীগের ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদিক ববি আক্তার ও ডোমারের বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গণঅভ্যুত্থান পরবর্তী হত্যাচেষ্টা মামলার আসামি ববি। বুধবার দুপুরে সৈয়দপুর শহরের বাবুপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  ববি সাবেক পৌর মেয়র ও মহিলা লীগ সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর সহকারী এবং বাবলুর স্ত্রী। 
অন্যদিকে, মঙ্গলবার রাতে বোড়াগাড়ি ইউনিয়নের নিজ বাড়ি থেকে জামায়াত অফিস ভাঙচুর মামলায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল কাদেরের ছেলে। সৈয়দপুর ও ডোমার থানার ওসি ফইম উদ্দিন ও আরিফুল ইসলাম জানান, তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।  
কুড়িগ্রাম ॥ জেলার উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাহিমুল ইসলাম ফুলু (৪৭) এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের থেতরাই ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।  উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
খুলনা ॥ গত দুই দিনে যৌথ বাহিনীর অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মোংলা পৌর আওয়ামী লীগ নেতা রয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবিব জানান, গত মঙ্গলবার যৌথবাহিনী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন এবং বুধবার ১৩ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কেসিসির ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাত মিনা, ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লাভলু খান, মোংলা পৌর আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদার, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ।
চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরকসহ বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার বিভিন্ন মামলা রয়েছে।
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ১০ ফেব্রুয়ারি ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বরিশাল ॥ রাতের আঁধারে নগরীর বিভিন্ন ওয়ার্ডে দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখে তা ভিডিও ধারণের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যুবক মনির হাওলাদারকে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশনের মধ্যে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে মনির হাওলাদার নগরীর বিভিন্ন ওয়ার্ডের দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখে তা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 
ঝিনাইদহ ॥ অপারেশন ডেভিল হান্টে জেলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে জেলার মহেশপুরে অভিযান চালিয়ে সালমান শাহ, তোফায়েল ও রওশন এবং হরিণকু-ুু থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। 
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকায়িা জানান, গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ॥ অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) কনস্টেবল মো. শাখাওয়াত হোসেন (২৯) ও কনস্টেবল মো. সোহরাব হোসেন (৩০)। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, মঙ্গলবার রাতে পুলিশের একটি টিম কাউতলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে রাখা শটগানের ৬৭ পিস কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ তাদের দুইজনকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মধুপুর, টাঙ্গাইল ॥ জুলাই-আগস্ট হত্যাকা-ের মামলায় ছাত্রলীগ নেতা শিহাব আলম খান সজীবকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ১৪। গ্রেপ্তারকৃত শিহাব আলম খান সজীব মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান আবুর ছেলে।

সে  ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ছাত্র লীগের সাবেক সদস্য ও মধুপুর উপজেলা  ছাত্র লীগের সাবেক নির্বাচন কমিশনার এর পদে ছিলেন। মধুপুর থানার ওসি মো. ইমরানুল কবির জানান, গ্রেপ্তারকৃত আসামি ছাত্রলীগ নেতা শিহাব আলম খান সজীবকে বুধবার টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। 
কালকিনি, মাদারীপুর ॥ ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কাজী বাকাই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম বেপারীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পাথুড়িয়ারপার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলি গ্রামের সত্তার বেপারীর ছেলে। বিএনপির একটি কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় তার নামে মামলা থাকায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডাসার থানার ওসি মো. আব্দুল বারিক।
হালুয়াঘাট, ময়মনসিংহ ॥ উপজেলায় অভিযানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিব্বির আহমেদ চৌধুরী ওরফে মিররকে গ্রেপ্তার করে করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের।
চাটমোহর, পাবনা ॥ পৃথক অভিযানে ঢাকা ও চাটমোহরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ অভিযান পরিচালনা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিককে তার মোহাম্মদপুরের অফিস থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। তাকে জুলাই-আগস্টে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণসহ হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। 
অপরদিকে, একই অভিযোগে পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ভাঙ্গুরা উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুল আলিমকে ঢাকার ধানম-ি এলাকার বাসা থেকে আটক করে র‌্যাবের একটি দল। 
এদিকে, চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হককে তার নিজ বাসা থেকে আটক করে পাবনা ডিবি পুলিশের একটি দল। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে চাটমোহর থানায় সোপর্দ করা হয় তাকে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

আরো পড়ুন  

×