![সংসদ নির্বাচনের জন্য দুই হাজার ৮শ’ কোটি টাকা চেয়েছে ইসি সংসদ নির্বাচনের জন্য দুই হাজার ৮শ’ কোটি টাকা চেয়েছে ইসি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/f4-2502121707.jpg)
জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় বাড়ছে
জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় বাড়ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে ২ হাজার ৮০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে প্রায় ৬০০ কোটি টাকা বেশি। গত বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি ২২ লাখ টাকা।
বুধবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, নির্বাচন খাতে ২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের জন্য ইসি ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ চেয়েছে। টাকা বরাদ্দ চেয়ে সরকারের কাছে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন।
এর মধ্যে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা জাতীয় নির্বাচনের জন্য চাওয়া হয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ৮২৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ৭২৪ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকা চাওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চাহিদা দিলেও তা কমে আসতে পারে। সবকিছু ভোটের সময়কার পরিস্থিতির ওপর নির্ভর করবে। ইসি সচিবদের সঙ্গে বৈঠকের পরই সম্ভাব্য ব্যয়ের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে।
কেএম আলী নেওয়াজ জানান, আমরা এবার সরকারের কাছে ২ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চেয়েছি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই-বাছাই করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা চেয়েছিল ইসি। তখন দেওয়া হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি ২২ লাখ টাকা।
ইসির অতিরিক্ত সচিব জানান, ভোটার তালিকা প্রস্তুত, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৬৯ কোটি ২৫ লাখ ৫ হাজার টাকা, ২০২৬-২৭ অর্থবছরে ৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ৭৩ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে। আর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৭০ কোটি ৮০ লাখ ১০ হাজার, ২০২৬-২৭ অর্থবছরে ৩৩ কোটি ৫৮ লাখ ৭১ হাজার এবং ২০২৭-২৮ অর্থবছরে ৪০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি ২২ লাখ টাকা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০০ কোটি টাকা, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে প্রায় ২৬৪ কোটি ৬৮ লাখ টাকা, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ১৬৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল।
আরও আগে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা, সপ্তম সংসদ জাতীয় নির্বাচনে ১১ কোটি ৪৭ লাখ টাকা, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ কোটি, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ২৪ কোটি ৩৭ লাখ টাকা, চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ৫ কোটি ১৫ লাখ টাকা, তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ৫ কোটি ১৬ লাখ টাকা, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয় ২ কোটি ৫২ লাখ টাকা ও প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ৮১ লাখ ৩৬ হাজার টাকা।