![গুমবিরোধী পদক্ষেপে দৃঢ় অবস্থানে অন্তর্বর্তী সরকার: মাহফুজ আলম গুমবিরোধী পদক্ষেপে দৃঢ় অবস্থানে অন্তর্বর্তী সরকার: মাহফুজ আলম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-17-2502121655.jpg)
বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের অনিশ্চিত ভাগ্যের অবসান ঘটাতে আন্তরিক উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বছরের পর বছর গোপন বন্দিশালায় মানবাধিকার লঙ্ঘনের যে ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে ছিল, তা জুলাই অভ্যুত্থানের পর প্রকাশ্যে আসছে। এই প্রেক্ষাপটে আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য সদস্যগণ।
সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজও।পরিদর্শন শেষে উপদেষ্টা মাহফুজ আলম জানান, আয়নাঘর ছিল এক ভয়াবহ বন্দিশালা, যেখানে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। মাত্র তিন ফুট বাই এক ফুটের একটি ছোট্ট কক্ষে তাদের বন্দি করে রাখা হতো, যেখানে টয়লেটের জন্য মাত্র দুই বিঘত জায়গা বরাদ্দ ছিল। অবশিষ্ট জায়গায় হাঁটু মুড়ে বসে থাকতে বাধ্য করা হতো।
তিনি এটিকে "নৃশংস" আখ্যা দিয়ে বলেন, এটি তাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর গোপন বন্দিশালা।অন্তর্বর্তী সরকার গুমের শিকার প্রতিটি ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মাহফুজ আলম জানান,গুমবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে গুম কমিশন গঠন, আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে স্বাক্ষর, এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের কার্যক্রম। গুম কমিশনের ছয় মাসের তদন্তের ভিত্তিতে বর্তমানে আইসিটি ট্রাইব্যুনালে মামলা চলছে, যা ন্যায়বিচারের পথে বড় অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, "আমাদের সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করা হয়েছে, যা দিনরাত পরিশ্রম করে গুমের ঘটনাগুলোর সত্যতা যাচাই করছে। এর ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছি।"
আফরোজা