![জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি:মাহফুজ আলম জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি:মাহফুজ আলম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-14-2502121623.jpg)
বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনা এক ভয়ঙ্কর অধ্যায়। তবে জুলাই অভ্যুত্থানের পর নতুন সরকার এই ইস্যুতে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। মাত্র ১৯ দিনের মাথায় গঠিত গুম কমিশন গত ছয় মাসের তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করেছে।
গুমবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে বুধবার আলোচিত আয়নাঘর পরিদর্শন করেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সেখানে গুমের শিকার ব্যক্তিদের জন্য নির্মিত অমানবিক বন্দিশালা সম্পর্কে বলেন, "নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর আয়নাঘর।" মাত্র তিন ফুট বাই এক ফুটের সেলে বন্দিদের অমানবিক অবস্থায় রাখা হতো।
মাহফুজ আলম আরো বলেন,“আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”
তিনি আরো জানান,“সরকার গঠনের ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করেছি। আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবেন হাসিনার নৃশংসতার কিছু নমুনা। আরো শ' শ' নমুনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। ”
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক ভুক্তভোগীর জন্য বিচার নিশ্চিত করা হবে এবং বাংলাদেশে গুমের সংস্কৃতি বন্ধ করা হবে।
আফরোজা