ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

তিন ইস্যুতে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

প্রকাশিত: ২২:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

তিন ইস্যুতে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

ছবিঃ সংগৃহীত

জামায়াত আমির  শফিকুর রহমান আজ ১২ই ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সম্প্রতি সময়ে তিনি ইস্যু নিয়ে। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

এক.
জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্টফাইন্ডিং মিশন বাংলাদেশে ২৪'এর গণহত্যার রিপোর্ট আজ প্রকাশ করেছে। খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডদের তথ্য এবং পরিচয় জাতিসংঘ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। এ রিপোর্টকে আমরা অভিনন্দন জানাই।

মজলুমের পক্ষে নয় বরঞ্চ মজলুম বিষয়ে জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে।

সময়ের দাবি, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।

দুই.
আজ প্রধান উপদেষ্টা গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের আয়নাঘর পরিদর্শন করেছেন। জাতির সামনে ফ্যাসিস্টদের পাশবিক লালসা ও প্রতিহিংসার দলিল হয়ে থাকবে আয়নাঘর। কার্যত এটি ছিলো আওয়ামী বাকশালীদের টর্চার সেল।

তিন.
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন আবুল কাসেম (২০)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। 

তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদেরকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমীন।

জাফরান

×