![জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-3_22-5-36-2502121607.jpg)
ছবিঃ সংগৃহীত
ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, মন্তব্য করেছেন বক্তারা। কিশোরগঞ্জে আজ (১২ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের জেলা ইউনিটের উদ্যোগে আখড়াবাজার সেতুসংলগ্ন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত দুইজন সাংবাদিক মো. ফারুকুজ্জামান ও শফিকুল ইসলাম নাঈমকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে, জেলা ও উপজেলা ইউনিটের সাংবাদিকদের অংশগ্রহণে শহরের ইসলামীয়া সুপার মার্কেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি শফিক কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী।
এছাড়াও বক্তৃতা করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাছিম খান, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাইফউদ্দিন আহমেদ লেনিন, মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আশরাফুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, জেলা জাসাসের আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল, অ্যাডভোকেট নিজামউদ্দিন, অ্যাডভোকেট শওকত কবীর খোকন প্রমুখ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশরাফ আলী সোহান, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোতাহার হোসেন, সাংবাদিক শামছুল আলম সেলিম, আমিনুল হক সাদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মারিয়া