ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

আয়নাঘর পরিদর্শন শেষে ভয়াবহ বাস্তবতা তুলে ধরলেন উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত: ২২:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘর পরিদর্শন শেষে ভয়াবহ বাস্তবতা তুলে ধরলেন উপদেষ্টা মাহফুজ আলম

আলোচিত আয়নাঘর বা গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন।সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (১২ ফেব্রুয়ারি)মাহফুজ আলম ফেসবুক পোস্টে তিনি এই বন্দিশালার ভয়াবহ অবস্থা সম্পর্কে লিখেন, “নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর আয়নাঘর।”


পরিদর্শন শেষে তিনি জানান, আয়নাঘরের বন্দিশালা মাত্র তিন ফুট বাই এক ফুটের সেল, যেখানে দুই বিঘত জায়গায় টয়লেট, আর বাকি দুই ফুটে বন্দিদের হাঁটু মুড়ে বসে থাকার ব্যবস্থা ছিল। তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি।”


সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করে কাজ শুরু করা হয় এবং ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করা হয়। গুম কমিশনের তদন্তের ভিত্তিতে বর্তমানে আইসিটি ট্রাইব্যুনালে মামলা চলমান। উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্টভাবে জানান, গুমের শিকার প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা গণ-অভ্যুত্থান সরকারের অঙ্গীকার।

আফরোজা

আরো পড়ুন  

×