ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

হাসিনা হেলিকপ্টারে পালাইছে, তোমরা কিন্তু পলাইতে পারবানা, কাকে বললেন সায়ের?

প্রকাশিত: ২২:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনা হেলিকপ্টারে পালাইছে, তোমরা কিন্তু পলাইতে পারবানা, কাকে বললেন সায়ের?

ছবিঃ সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে মোহাম্মদ আজাজের নিয়োগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশিষ্ট ব্যক্তিত্ব জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে এই নিয়োগকে তীব্র সমালোচনা করেছেন।

পোস্টে সায়ের বলেছেন, "হা হা হা, দেশে সঠিক প্রশাসকের অভাব, তাই বিশেষ এক উপদেষ্টার ভাতার কোটায় এই লোককে নিয়োগ দেয়া হয়েছে।" তিনি আরও মন্তব্য করেন, "সমস্যা নেই, হাসিনার ক্ষমতাও একদিন যাবে, তোমরা যেয়েও যাবে। হাসিনা তো হেলিকপ্টারে পালিয়ে গিয়েছিল, কিন্তু তোমরা যারা এইসব চক্রান্তে জড়িত, তোমরা কিন্তু পালাতে পারবে না, খোদার কসম।"

এ মন্তব্যের পর সায়েরের পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং রাজনীতি ও প্রশাসন নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছে। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15iSxkQNLo/

মারিয়া

×