![ওরা ক্ষমতায় আসতে সবসময়ই ধর্মকে ব্যবহার করেছে, কাদের উদ্দেশ্যে বললেন ইলিয়াস ওরা ক্ষমতায় আসতে সবসময়ই ধর্মকে ব্যবহার করেছে, কাদের উদ্দেশ্যে বললেন ইলিয়াস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-3_21-4-33-2502121548.jpg)
ছবিঃ সংগৃহীত
সরকার সবসময় ভয়ভীতি ও দমননীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস । তিনি তাঁর একটি পোস্টে লিখেছেন, "ওরা ক্ষমতায় আসতে সবসময়ই ধর্মকে ব্যবহার করেছে"।
২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।
পোস্টে দাবি করা হয়, একটি মহল বাংলাদেশের মুসলমানদের বিশ্বদরবারে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে চায়। তার অভিযোগ, ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে রিপাবলিক বাংলা, বাংলাদেশে হিন্দু নির্যাতনসহ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব প্রচারণায় আর্থিক সহায়তা দিচ্ছেন সজীব ওয়াজেদ জয় ।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18XxFuaRbh/
মারিয়া