ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

ঢাবিতে কাল তারুণ্যের উৎসব ২০২৫ মেগা কনসার্ট, সকলের জন্য উন্মুক্ত: ‍আসিফ মাহমুদ

প্রকাশিত: ২১:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ঢাবিতে কাল তারুণ্যের উৎসব ২০২৫ মেগা কনসার্ট, সকলের জন্য উন্মুক্ত: ‍আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

তারুণ্যের প্রাণবন্ত উদযাপনের অংশ হিসেবে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ মেগা কনসার্ট। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই কনসার্টে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল এবং রক তারকা নগরবাউল জেমস পারফর্ম করবেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁর ফেসবুকে পোস্ট করেছেন, যার বরাতে জানা গেছে, কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকবে, অর্থাৎ যে কেউ এতে অংশ নিতে পারবেন। সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক ব্যতিক্রমী সন্ধ্যা, যেখানে তরুণদের মিলনমেলা ও সুরের উচ্ছ্বাস একসঙ্গে মিশে যাবে।

উৎসব আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। সংগীতপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে এই আয়োজনে।

মারিয়া

×