![দেশটা রসাতলে চলে গেছে, রিক্সায় পড়ে আছে মানুষের চোখ, কেন বললেন ইলিয়াস? দেশটা রসাতলে চলে গেছে, রিক্সায় পড়ে আছে মানুষের চোখ, কেন বললেন ইলিয়াস?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-3_20-56-0-2502121456.jpg)
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি সাংবাদিক ইলিয়াস তাঁর ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে রাজধানীর মগবাজার মোড়ে রিকশায় ওঠার পর এক ব্যক্তি দেখতে পান, রিকশার ভেতরে একটি চোখ পড়ে আছে। ঘটনাটি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, "দেশটা কোথায় চলে গেছে দেখেন! মানুষের চোখ রিকশায় পড়ে আছে, কেউ জানে না কার চোখ!"
পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, অনেকে এটি নিরাপত্তাহীনতার উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক রঙ দিয়ে অতীত সরকারের সঙ্গে তুলনা করেন।
মানুষের কোন নিরাপত্তা নেই, আওয়ামীলীগের আমলে মানুষের নিরাপত্তা ছিলো, তখন অন্তত মানুষের চোখ সহ বিভিন্ন অঙ্গ এভাবে যেখানে সেখানে পড়ে থাকতো না। এই অনিরাপত্তার জন্য ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে।
তবে অনুসন্ধানে জানা গেছে, রিকশায় পাওয়া ‘চোখটি’ আসলে একটি খেলনা প্লাস্টিকের চোখ, যা শিশুদের খেলনায় সাধারণত ব্যবহৃত হয়। এটি স্যাটায়ারের অংশ হিসেবে পোস্ট করা হলেও অনেকেই তা বিশ্বাস করে বিভ্রান্তিতে পড়েন।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট জনমনে অস্থিরতা তৈরি করতে পারে। সামাজিক মাধ্যমে তথ্য যাচাই না করে শেয়ার না করার পরামর্শ দিয়েছেন তারা।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1YHHLxf3nQ/
মারিয়া