ছবিঃ সংগৃহীত
ঢাকার একজন গার্মেন্ট ব্যবসায়ী রাহাতের জীবন এখনো ভরপুর এক বিষাদ গল্প। রাহাতকে অপহরণ করে র্যাব (রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) এক কোটি টাকা দাবি করেছিল। রাহাত তার জীবনের শেষ আশা হিসেবে ছয় লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তারপরও তাকে মুক্তি দেওয়া হয়নি। এর বদলে তাকে ইসলামী উগ্রবাদী হিসেবে অভিযুক্ত করা হয় এবং গুম করে ফেলা হয়।
রাহাতের এই দুঃখজনক অবস্থা এখনো তার মনে তীব্র ক্ষত তৈরি করছে। 'আয়নাঘরের' দিনগুলোতে সে যে নির্যাতন এবং কষ্ট সহ্য করেছে, তা তিনি একজন অগ্নিপরীক্ষা পার হওয়া মানুষ হিসেবে বর্ণনা করেছেন। প্রফেসর ইউনুসের কাছে নিজের দুঃখের কথা ব্যক্ত করতে গিয়ে রাহাত জানান, কীভাবে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল এবং তার পরিবার কিভাবে তাকে খুঁজে চলেছিল।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1BxkE3VTzz/
মারিয়া