![২৪ ঘণ্টা আয়নাঘরের বন্দীদের চোখ-হাত বেঁধে রাখা হত! ২৪ ঘণ্টা আয়নাঘরের বন্দীদের চোখ-হাত বেঁধে রাখা হত!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/03-2502121255.jpg)
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে বিতর্কিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন।
দেশি-বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেলসহ র্যাব-২-এর সিপিসি-৩-এর ভেতরের সেলগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় আয়নাঘরে বন্দী থাকা ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, জিজ্ঞাসাবাদের সময় তাদের ২৪ ঘণ্টা চোখ ও হাত বেঁধে রাখা হত। পরিবেশ এমনই নিয়ন্ত্রিত থাকত যে, দামী পারফিউমের গন্ধ পেলেই তারা বুঝতে পারতেন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা পর্যবেক্ষণে এসেছেন।
পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ভিডিও দেখুন: https://www.facebook.com/share/r/1NqfGTh36T/
এম.কে.