![আয়নাঘরের প্রতিশোধ আমরা আজকেই চাই: সাদিকুর আয়নাঘরের প্রতিশোধ আমরা আজকেই চাই: সাদিকুর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/image-835406-1723083829-1-2502121213.jpg)
ছবিঃ সংগৃহীত
লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, আয়নাঘরের প্রতিশোধ আমরা আজকেই চাই। আজ এই আর্তনাদ স্লোগানের আগুন হয়ে ঝড়বে। সেই আগুনে আজ আওয়ামীলীগ নামের এই দানবটাকে পুড়াইয়া ফেলতে হবে। ৫ জুলাই এর পর আওয়ামীলীগ আজ আমার আরো এক ভাইকে শহীদ করে দিয়েছে গাজীপুরে।
এই রক্তের হিসাব আজ সরকারকে দিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হবে। এরপর কফিন নিয়ে সেই কফিন রাখবেন ইন্টেরিম সরকারের দরবারে। আজ এই রক্তের হিসাব না করে কোন লাশ দাফন হবে না। এই রক্তের বদলা হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধ যদি না করা হয়, যদি আর এক মুহূর্ত দেরি করা হয়, যদি কোন ধানাই পানাই এর চেষ্টা করা হয়, তাইলে আমরাও বুক পাইতা দিবো।
রিফাত