ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

আমাকে বিএনপির দালাল অভিযোগ করেন আদিলুর রহমান শুভ্র: সায়ের

প্রকাশিত: ১৭:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আমাকে বিএনপির দালাল অভিযোগ করেন আদিলুর রহমান শুভ্র: সায়ের

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টার গোপন কারাগার ও "আয়নাঘর" পরিদর্শনের দল থেকে বিশিষ্ট মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন এবং সানজিদা ইসলাম তুলি-কে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে।

আল জাজিরার অনুসন্ধানী বিভাগ আই ইউনিট-এর বিভিন্ন প্রতিবেদনে অতীতে স্বৈরাচারী সরকারের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হয়েছে। আল জাজিরার প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করে, এবং এই পরিদর্শনের জন্য নিউজ বিভাগের তানভির আহমেদের পাশাপাশি আই ইউনিট ও ১০১ ইস্টের প্রতিনিধি হিসেবে রেজাউর রহমান লেনিনকে মনোনীত করা হয়েছিল।

তবে শেষ মুহূর্তে তাঁকে পরিদর্শন দলে নেওয়া হয়নি, একইভাবে "মায়ের ডাক" সংগঠনের সঙ্গে কাজ করা সানজিদা ইসলাম তুলিকেও দলে যুক্ত করা হয়নি। সানজিদা ইসলামের ভাই সাজেদুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে গুমের শিকার, এবং গুম হওয়া পরিবারগুলোর পক্ষে কাজ করে আসছেন তিনি। তাই তাঁর উপস্থিতি অনেকের কাছেই গুরুত্বপূর্ণ ছিল।

মানবাধিকারকর্মীদের অভিযোগ, এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছেন উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র। তিনি নাকি চাননি, রেজাউর রহমান লেনিন ও সানজিদা ইসলাম তুলি এই পরিদর্শন দলে থাকুক। এমনকি এক বৈঠকে তিনি জুলকারনাইন সায়েরকে "বিএনপির দালাল" বলেও উল্লেখ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো বিষয় নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিরপেক্ষ তদন্তের স্বার্থের পরিপন্থী। বিষয়টি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/15bPxH2unw/

মারিয়া

×