ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

বই মেলায় ঢুকতে টিকেট লাগবে?

প্রকাশিত: ১৭:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বই মেলায় ঢুকতে টিকেট লাগবে?

ছবিঃ সংগৃহীত।

অনেকদিন ধরেই বইমেলায় জনসমাগম কমানোর জন্য টিকিটের দাবি করা হচ্ছে। তারা মনে করেন যদি টিকিট দেয়া হয়, তাহলে বইমেলায় ঝামেলা কম হবে। লোকসমাগমও কম হবে তখন মবের সম্ভাবনা কম থাকবে। যদিও সরকার বা বাংলা একাডেমির পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরিফ জেবতিক নামের একজন অনলাইন একটিভিষ্ট, তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, বইমেলায় টিকিট করে দেন। বই কিনলে সেই টিকিটের দামের সমপরিমাণ ছাড় পাবেন।  বানিজ্য মেলায় যদি টিকিট হয়, বইমেলায় কেন নয়? প্লাস্টিকের বদনা কিনতে টিকিট লাগে কিন্তু বই কিনতে টিকিট দিলে বই বিক্রি হবে না, এগুলো ফকিন্নি চিন্তা। তাছাড়া যে কোন বই কিনলে তো টিকিট ফ্রিই হয়ে যাচ্ছে। 

তিনি আরো লিখেন, গত কয়েকবছর ধরে বইমেলায় বই না কিনে টিকটক করতে আসা লোক অনেক বেড়ে গেছে। গতবছর তো প্রায় রোজই হল্লা হতো, ভূয়া ভূয়া বলে চিৎকার করত। এসবই হচ্ছে বইমেলাকে অসভ্যদের পীঠস্থান হিসেবে তৈরি করে সাধারণ ভদ্র মানুষকে বইমেলা থেকে দূরে রাখার ষড়যন্ত্র।

ফারুক

×