ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

এবার গুলিবিদ্ধ নাফিসের ছবির স্কেচ স্থান পেল জাতিসংঘের প্রতিবেদনে

প্রকাশিত: ১৭:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

এবার গুলিবিদ্ধ নাফিসের ছবির স্কেচ স্থান পেল জাতিসংঘের প্রতিবেদনে

ছবিঃ সংগৃহীত

গুলিবিদ্ধ গোলাম নাফিজ রিকশার পাদানিতে নিথর হয়ে পড়ে ছিলেন, আর রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া এই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন এক ফটোসাংবাদিক।

রাত ১২টার পর পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় ১৭ বছর বয়সী নাফিজের সেই মর্মান্তিক ছবি, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি দেখেই নাফিজের মা-বাবা তাদের সন্তানের খোঁজ পান, কিন্তু তখন আর কিছু করার ছিল না, কারণ নাফিজ বেঁচে ছিল না।

নাফিজের রিকশার পাদানিতে পড়ে থাকার সেই ছবির স্কেচ এবার জায়গা পেয়েছে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) এক বিশেষ প্রতিবেদনের প্রচ্ছদে। ১২৭ পৃষ্ঠার এই প্রতিবেদনে বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত নৃশংসতার বিশ্লেষণ করা হয়েছে। জাতিসংঘের তথ্যানুসন্ধানে উঠে এসেছে, ওই সময়ের মানবতাবিরোধী অপরাধের জন্য তৎকালীন সরকার ও শাসক দল আওয়ামী লীগ সরাসরি দায়ী।

প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণের ঘটনাগুলোর বিবরণও তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। নাফিজের সেই ছবি এখন নিপীড়নের প্রতীক হয়ে উঠেছে, যা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের নথিতে সংযোজিত হলো।

মারিয়া

×