![বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইটেও বাঁধা ভারতের বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইটেও বাঁধা ভারতের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-3_17-5-36-2502121110.jpg)
ছবিঃ সংগৃহীত
দীর্ঘ ৭ বছর পর আবারও চালু হচ্ছে ইসলামাবাদ-ঢাকা সরাসরি ফ্লাইট। পাকিস্তানের বেসরকারি এয়ারলাইনস ফ্লাই জিন্নাহ এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এর ফলে সমুদ্রপথের পর এবার আকাশপথেও সরাসরি সংযোগ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।
তবে ফ্লাইট চলাচল নিয়ে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। ঢাকা-করাচি রুটের জন্য ফ্লাইটটিকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে হবে, যা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ফ্লাইটটি পশ্চিমবঙ্গ, বিহার, লখনৌ, নয়াদিল্লি ও রাজস্থানের ওপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করবে। বিকল্পভাবে, এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান হয়ে করাচি যেতে পারে। তবে ভারত পাকিস্তানের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
এ বিষয়ে এখনো ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত এই রুট নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করবে ফ্লাইট চলাচলের ভবিষ্যৎ।
মারিয়া